মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর উত্তর পাড়ের লক্ষাধিক মানুষের যাতায়াতের ভোগান্তি লাঘব ও যোগাযোগ উন্নয়নে সুরমা নদীর উপরে হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সুরমা নদী সংলগ্ন হালয়ার ঘাট এলাকায় কয়েক হাজার মানুষে উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তারা প্রতিদিনের ভোগান্তির বিষয়টি তুলে ধরে এলাকাবাসীর জীবনমানের সার্বিক উন্নয়নে যোগাযোগ বিচ্ছিন্ন বিশাল জনগোষ্ঠীকে সরকারের উন্নয়নের আওতায় নিয়ে আনার দাবি জানান। সরকারের মেগা প্রকল্পের আওতায় সুরমা নদীর উপর একটি সেতু নির্মাণ করে তিন ইউনিয়ের লক্ষাধিক মানুষের কষ্ট লাঘবের দাবি জানান বক্তারা।
স্থানীয় সমাজকর্মী আনোয়ার হোসেন ও উজ্জ্বল মিয়ার যৌথ সঞ্চারনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মীরের চর ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ, প্রাক্তন সুপার মাওলানা কাজি শাহেদ আলী বেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম, শিক্ষানবিশ এডভোকেট শাহালম, এরশাদ মিয়া, ফয়জুর রহমান, মেম্বার আব্দুল হাই, রুবেল মিয়া, ইনসাননূর রহমান, মহসিন মিয়া, আব্দুর রহিম, নুরুল হক, শহীদুল ইসলাম, মানিক কাদেরী, আব্বাস আলী, মহরম আলী,সফিকুর রহমান,রাসেল আহমদ, সোহাগ ইসলাম,জহর আলী, আব্দুল হক, কামাল, মঙ্গল মিয়া, শামছুল হক প্রমুখ।