বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:২১ অপরাহ্ন
বিএনপি প্রার্থী ফজলুল হক আছপিয়া বলেন,‘দমন-পীড়ন, হুমকি-ধামকি ভয় পায় না জিয়ার সৈনিকরা, সভা থেকে মাইক কেড়ে নিয়েও ধানের শীষের জয় ঠেকানো যাবে না।
সুনামগঞ্জ-৪ আসনের ভোটারারা ধানের শীষের পক্ষে আগামী ৩০ ডিসেম্বর রায় দিয়ে প্রমাণ করবেন, গণতন্ত্রের মুক্তি, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের নির্বাসিত জীবনের অবসান চান তাঁরা।’
শুক্রবার সন্ধ্যায় শহরের হাসননগর মাদ্রাসা মাঠের ধানের শীষের সমর্থনে সভায় ফজলুল হক আছপিয়া এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- দলীয় নেতা আকবর আলী, আতম মিসবাহ্, নাদীর আহমদ, আবুল মুনসুর শওকত, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, নজরুল ইসলাম, আব্দুল্লা আল নোমান প্রমুখ।
এর আগে সুরমার উত্তর পাড়ের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ফজলুল হক আছপিয়া।