বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
উপমহাদেশের প্রখ্যাত ওলী হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেন, বিশ্ববাসীর মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আগমনী মাস এলে তামাম পৃথিবীর মুমীনদের মনে আনন্দের ধারা প্রবাহিত হয়। তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে সকলের জীবনে বাস্তবায়ের আহবান জানিয়ে বিভিন্ন সভা, সেমিনার ও র্যালির আয়োজন করে থাকেন। কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল পাথেয় রয়েছে। তাই ঈদে মীলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে মুমীনদের অন্তর পুলকিত হয়।
১৪ নভেম্বর ১৯ বৃহস্পতিবার সকাল ১১ টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা কর্তৃক জেলা প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আল ইসলাহ এর সভাপতি মাওলানা আবু তাহির মুহাম্মদ খালিদ ছাহেবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহৃান তাজুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস প্রধান মাওলানা জিল্লুর রহমান, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, জেলা আল ইসলাহর সহ-সাধারণ সম্পাদক মাওলানা ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলনা শামছুল হুদা, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, সদর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলনা মোহাম্মদ আলী, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আজমল হোসাইন জামী, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রধান কেন্দের অফিস সহকারী মাওলানা জসীম উদ্দিন, মাওলানা ইকবাল হোসাইন, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ, সুনামগঞ্জ সদর এর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হুদা মিছবাহ, সিলেট মহানগর তালামীযের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইসলাম উদ্দিন শরীফ, লতিফিয়া কারী সোসাইটি তাহিরপুর উপজেলা সভাপতি সৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক নুর আলম, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আবিদুর রহমান, মতিউর রহমান, আব্দুল জলীল প্রমুখ।
এদিকে আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে বাদ যোহর জেলা কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণ হতে লতিফিয়া ইসলামিক সোসাইটি সুনামগঞ্জের ব্যানারে এক মোবারক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।