বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন
গত ১১ নভেঃ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে উত্তর সুরমা মেধাবৃত্তি পরিষদের উদ্যোগে উত্তর সুরমা মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রামের মুরব্বী সফর আলী মড়ল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. মুকশেদ আলী, সুরমা ইউপি চেয়ারম্যান মো. আব্দুছ সাত্তার, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কাদির, বি.পুর উপজেলার সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রুশন আলী, মুফতি আজিজুল হক। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইবনে মোমেন গণি।
সংগঠনের প্রচার সম্পাদক আবু সালেহ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. সামছুল আলম, সংগঠনের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক আফসর উদ্দিন, সদস্য সাইদুর রহমান সোহেল, শিক্ষানুরাগী আব্দুল আওয়াল শিমুল।
মঞ্চে উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মো.ফয়েজ আহমদ, কাশেম আলী মোড়ল, সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী।
অনুষ্ঠানে ২০১৭ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৭টি বিদ্যালয় থেকে অংশ নেয়া ৪ শতাধিক পরীক্ষার্থীর মধ্য থেকে পরীক্ষায় উত্তীর্ণ ৫ম শ্রেণীর ৫৫ জন ও ৪র্থ শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দেয়া হয়।
এলাকার শিক্ষায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে, অনুষ্ঠানে সহযোগিতা করায় সৈয়দপুর উচ্চ বিদ্যালয়কে এবং সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ক্রেস্ট প্রদান করা হয়। সু.খবরের সৌজন্যে