বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনাগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মাওলানা এমদাদুল হক। তিনি বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আমি ইতি মধ্যে গ্রামেগঞ্জে গণসংযোগ করে যাচ্ছেন মাওলানা এমদাদুল হক। তিনি আরো বলেন, প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় জনগণই মুখ্য ভুমিকা রাখবে।
সকল স্তরের আলেম-উলামা মাশায়েখের দোয়া ও সমর্থন নিয়ে তিনি প্রচারনা শুরু করেছেন। পাশাপাশশী জনগনের আর্শিবাদ নিয়ে তিনি মাঠ পর্যায়ে গণসংযোগ করে যাচ্ছেন। তিনি বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে অদ্যাবধি আমি সামাজিক ও রাজনৈতিক সংগঠনে কাজ করে যাচ্ছি। এখনও সামাজিক, রাজনৈতিক সংগঠনে আমার গুরুত্বপুর্ণ সময় ব্যয় করছি। সুনামগঞ্জ পৌরসভার জনন্দিত প্রয়াত চেয়ারম্যান কবি মমিনুল মউজদীন ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহর সাথে হাওর বাচাঁও-সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনে অন্যতম সহযোগী সংগঠক হিসেবে কাজ করেছি।
এছাড়াও নকল বিরোধী আন্দোলন, শাবি নামকরণ বিরোধী আন্দোলন, মাদক বিরোধী আন্দোলনে আমার অংশগ্রহন সর্বাগ্রে ছিল। উল্লেখ্য, তিনি ইমাম মোয়াজ্জিন পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। উল্লেখ্য, মাওলানা এমদাদুল হক সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতা: মরহুম মাওলানা আব্দুর রশীদ ও শিক্ষা বিস্তারে অবদান রেখে গেছেন, স্কুল-মাদ্রাসা প্রতিষ্টায় তিনিও অগ্রনী ভুমিকা রেখেছেন। মাতা: ছালেহা বেগম ও সুনামের সহিত সমাজের ভাল কাজ করে যাচ্ছেন। মাওলানা এমদাদুল হক দুই ছেলে সন্তানের জনক। তার শশুর মুক্তিযোদ্ধা মরহুম মঈনুল ইসলাম ১৯৭১ সালের রনাঙ্গনে যুদ্ধ করেছেন। মাওলানা এমদাদুল হকের দুই ভাই ও এক বোন। তারাও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত।