বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
হোসাইন আহমদ (নোবিপ্রবি) :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক বারই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা এসেছে । তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত না হলেও পৃথিবীকে আতঙ্কিত করার মতো ঘটনা কম ঘটেনি। দেশে দেশে যুদ্ধ, দুর্ঘটনা, সোভিয়েত বনাম যুক্তরাষ্ট্রের শীতল যুদ্ধ পৃথিবীর বুকে অনেক ঝড় তুলেছে। ফলে অনেক দেশে অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে বড় বিপর্যয় ঘটেছে। এ ঘটনাগুলোর কোনোটাই সারা বিশ্বকে এক যোগে সম্পৃক্ত করে নি। ঘটনাগুলো ছিল বিচ্ছিন্ন। কোনো একটা দেশে বা কোনো একটা অঞ্চলে। কিন্তু আজ কোথাও কোন যুদ্ধ নেই।মিসাইল,ট্যাংকার,ড্রোন,ডেস্ট্রয়ার কোন কিছুরই অভাবও নেই। তবুও শতসহস্র মানুষ আজ আতংকিত, হারিয়ে যাচ্ছে প্রতিদিন। পুরো পৃথিবী যেনো এক অদৃশ্য শত্রুর সাথে লড়াইয়ে ক্লান্ত । এই অদৃশ্য শক্তিটি হচ্ছে করোনা ভাইরাস। বর্তমান সময়ে সারা বিশ্বকে এক যোগে আতঙ্কিত করতে পেরেছে একমাত্র এই ভাইরাসটি। ধনী-গরীব কেউই করোনা ভাইরাস থেকে নিরাপদ নয়। প্রতিদিনই পরিসংখ্যানের খাতায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। হঠাৎ করে থমকে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতি। লকডাউন হয়ে গেছে বড় বড় শহর। বন্ধ হয়ে গেছে দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে উঠেছে শুধু ইন্টারনেট। কিন্তু এমন অবস্থা চলতে থাকলে অচিরেই এই মহামারি আরও ভয়ংকর হয়ে উঠেবে। তবে এই মুহূর্তে নিজেরা যাতে এই ভাইরাসের বাহক না হয়ে যাই সেজন্য নিজেদের মধ্যে সচেতনতাসহ জন সমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নিজেদের গৃহবন্দী করার উপর গুরত্বারুপ করতে হবে।