বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
এম আর মানিক ::
আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলা ফুলতলী (দাঃবাঃ) এর তত্বাবধানে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যশনাল বিডির কান্ট্রি ডিরেকটর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলীর পরিচালনায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে জিনারপুর গ্রামে আনন্দপাড়া জামে মসজিদে উদ্বোধনী জামাত অনুষ্ঠিত হয়েছে।
গত ৭মে শুক্রবার উদ্বোধনী জামাতে উপস্তিত ছিলেন লতিফিয়া কারী সোসাইটি বিশ্বম্ভপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান সুনামগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিসবাহ, সলুকাবাদ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব নুরে আলম ছিদ্দিকী তপন, তালামীয নেতা মতিউর রহমান মানিক, মুসলিম হ্যান্ডসের প্রতিনিধি জনাব আব্বাস আলী। এছাড়াও ইমাম, সভাপতি, সেক্রেটারীসহ মুসল্লিগন উপস্থিত ছিলেন।