বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
প্রথম সেশনে ২ উইকেট
পঞ্চম দিনের সকালে মিরপুরের উইকেটে স্পিনারদের জন্য নেই বাড়তি টার্ন। কিছু বল বাড়তি লাফিয়েছে, নিচু হয়নি কোনো বল। ম্যাচ বাঁচাতে প্রাণপণে লড়াই করছে জিম্বাবুয়ে। এর মাঝে দুই বাঁহাতি বোলার মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলাম এনে দিয়েছেন দুটি উইকেট।
লাঞ্চে যাওয়ার সময় জিম্বাবুয়ের স্কোর ১৬১/৪। ব্রেন্ডন টেইলর ৫৪ ও পিটার মুর ১০ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে শতরানের জুটি গড়া দুই ডানহাতি ব্যাটসম্যানের জুটি জমে গেছে এবারও। পঞ্চম উইকেটে এরই মধ্যে যোগ করেছেন ৪১ রান।
প্রথম সেশনে ৩১ ওভারে শন উইলিয়ামস ও সিকান্দার রাজাকে হারিয়ে ৮৫ রান যোগ করেছে জিম্বাবুয়ে। জিততে শেষ দুই সেশনে আরও ২৮২ রান করতে হবে সফরকারীদের। তাদের শেষ ৬ উইকেট তুলে নিতে অন্তত ৫৯ ওভার রয়েছে বাংলাদেশের
টেইলরের ফিফটি
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলর দাঁড়িয়ে গেছেন দ্বিতীয় ইনিংসেও। দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ফিফটি।
৯৪ বলে পঞ্চাশ ছোঁয়ার বলে টেইলর হাঁকান চারটি চার। মিরপুর টেস্ট বাঁচানোর লড়াইয়ে থাকা জিম্বাবুয়েকে আশা দেখাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
৫৯ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ১৫৭/৪। টেইলর ৫১ ও পিটার মুর ৯ রানে ব্যাট করছেন। জয়ের জন্য সফরকারীদের চাই আরও ২৮৬ রান।
রাজাকে ফেরালেন তাইজুল
স্পিনের বিপক্ষে জিম্বাবুয়ের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান সিকান্দার রাজাকে বেশিক্ষণ টিকতে দিলেন না তাইজুল ইসলাম। ফিরতি ক্যাচ নিয়ে পঞ্চম দিনের সকালে দলকে এনে দিলেন দ্বিতীয় উইকেট।
বাঁহাতি স্পিনারের বলে স্ট্রেইট ড্রাইভ করতে চেয়েছিলেন রাজা। ঠিকমতো খেলতে পারেননি শট, ক্যাচ যায় বোলারের কাছে। নিচু ফিরতি ক্যাচ মুঠোয় নিতে কোনো ভুল করেননি তাইজুল। সিরিজে এটি তার ১৮তম উইকেট।
প্রথম ঘণ্টায় কেবল উইলিয়ামসের উইকেট
মিরপুর টেস্ট বাঁচাতে লড়ছে জিম্বাবুয়ে। সফরকারীদের প্রতিরোধ ভেঙে প্রথম ঘণ্টার কেবল একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ।
পঞ্চম দিনের প্রথম পানি বিরতির সময় জিম্বাবুয়ের স্কোর ১০৮/৩। ব্রেন্ডন টেইলর ২৩ ও সিকান্দার রাজা ১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৩৩৫ রান।
উইলিয়ামসকে ফেরালেন মুস্তাফিজ
সিলেট টেস্টের সেরা খেলোয়াড় শন উইলিয়ামসকে বেশিক্ষণ টিকতে দিলেন না মুস্তাফিজুর রহমান। বাঁহাতি ব্যাটসম্যানকে ফিরিয়ে পঞ্চম দিনের সকালে এনে দিলেন প্রথম সাফল্য। মিরপুর টেস্টে এটাই মুস্তাফিজের প্রথম উইকেট।
বাঁহাতি পেসারের অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান উইলিয়ামস। সিরিজে এনিয়ে টানা তৃতীয়বার বোল্ড হলেন জিম্বাবুয়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
৯৯ রানে তৃতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। ক্রিজে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলরের সঙ্গী সিকান্দার রাজা। জয়ের জন্য আরও ৩৪৪ রান চাই সফরকারীদের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ (ইনিংস ঘোষণা)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৪ ওভারে ২২৪/৬ (ইনিংস ঘোষণা) (লিটন ৬, ইমরুল ৩, মুমিনুল ১, মিঠুন ৬৭, মুশফিক ৭, মাহমুদউল্লাহ ১০১*, আরিফুল ৫, মিরাজ ২৭*; জার্ভিস ১১-২-২৭-২, টিরিপানো ১১-১-৩১-২, উইলিয়ামস ১৬-২-৬৯-১, রাজা ৭-০-৩৯-১, মাভুটা ৯-০-৫২-০)।
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৩) ৫৪ ওভারে ১৬২/৪ (মাসাকাদজা ২৫, চারি ৪৩, টেইলর ৫৫*, উইলিয়ামস ১৩, রাজা ১২, মুর ১০*; মুস্তাফিজ ১০-২-১৯-১, তাইজুল ২৯-৪-৭২-২ ….