বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন
সদর উপজেলার সুরমা নদীর উপর হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণ উপলক্ষে পরিবেশগত প্রভাব নিরূপণের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় হালুয়ারঘাট বাজারে সুরমা ইউপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ই.কিউ.এম.এস কনসালটিং লিমিটেড’র (পরামর্শ প্রতিষ্ঠান) উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই। এতে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ বিষয়ক পরামর্শক মো. মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান।
স্বাগত বক্তব্যে তাঁরা জানান, এই অঞ্চলের উন্নয়নের স্বার্থে সুরমা নদীর উপর হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণ জরুরি প্রয়োজন। সেতুর অ্যাপ্রোচ সড়ক নির্মাণ হবে ধারারগাঁও এলাকা এবং হালুয়ারঘাট বাজারের পাকা সড়ক থেকে। এতে বাজারের কয়েকটি দোকানঘর উচ্ছেদ হতে পারে। ৬ ইউনিয়ন বা তিন উপজেলার জন মানুষের উন্নয়নের বৃহৎ স্বার্থে অবশ্যই দোকান ঘর সরিয়ে নিতে হবে হালুয়ারঘাট বাজারের ব্যবসায়ীদের। তাঁদের ক্ষতির বিষয়টি সরকার দেখবেন বলে তিনি জানান।
এ সময় সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে দোকানে দোকানে ঘুরে জরিপ কার্যক্রম সম্পন্ন করেন পরামর্শকবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউপির চেয়ারম্যান মো. মুকশেদ আলী, উত্তর সুরমা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রব ও সদস্য সচিব সাংবাদিক আকরাম উদ্দিন, হালুয়ারঘাট বাজারের ব্যবসায়ী মো. এরন মিয়া, সুরমা ইউপি সদস্য আবুল কালাম, জাহাঙ্গীরনগর ইউপি সদস্য আব্দুল মোতাল্লিব, স্থানীয় আ.লীগ নেতা তাজুল ইসলাম ও শাহ নুর, ব্যবসায়ী সুলতান আহমদ, ফজলুল হক, গিয়াস উদ্দিন প্রমুখ।
সভা শেষে স্থানীয় মানুষজন সুরমা নদীর উপর হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণের দাবি জানিয়ে হালুয়ারঘাট বাজারে আনন্দ মিছিল বের করেন।