বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
৪২তম (স্পেশাল) বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী উত্তর সুরমার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা কান্দাপাড়া গ্রামের মেধাবী মুখ ডাক্তার সাইফুল ইসলাম।
৯ সেপ্টেম্বর বিকেলে রেজাল্ট প্রকাশের সময় তিনি নিজ এলাকার মঙ্গলকাটা বাজারে চেম্বার করছিলেন। সেই সময় আঙিনা২৪.কম সম্পাদক কাজী মোঃ মমিনুল ইসলাম ডাক্তার সাইফুল ইসলাম এর সাথে দেখা করেন এবং এই সাফল্যে তাকে অভিনন্দন জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল জব্বার।
কাজী মমিন তার হাতে আরিফ আজাদের ‘বেলা ফুরাবার আগে’ বইটি উপহার হিসেবে তুলে দেন।
ডাক্তার সাইফুল ইসলাম ২০০৯ সালে নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন ও ২০১১ সালে এমসি কলেজ সিলেট থেকে এইচএসসি পাশ করেন এবং ২০১৮ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ইন্টার্নশিপ সমাপ্ত করেন। তার বাবা বিশিষ্ট সমাজ সেবক মোঃ আজাদ মিয়া। তার গ্রামের বাড়িতে ও পুরো এলাকায় এই সাফল্যে সবাই আনন্দিত, আরো বড় অবস্থানে যাবার ও দেশ ও জাতির জন্য প্রাণ উজাড় করে সেবা দেয়ার জন্য সবাই দোয়া করছে। ডাক্তার সাইফুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন।