বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
মহিলা কল্যাণকেন্দ্র, সুনামগঞ্জের উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সুরমা ইউনিয়নের ডলুরা শহীদমিনার প্রাঙ্গণে শুক্রবার সকালে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা কল্যাণকেন্দ্রের সভাপতি নাহিদ আফরোজ সুলতানা।
সভায় আরো বক্তব্য রাখেন মহিলা কল্যাণকেন্দ্রের সহ-সভাপতি রায়হানা চৌধুরী, মাশকোরা হোসাইন দিনা, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সম্পাদিকা দিলারা বেগম, সহ-সম্পাদিকা মুনমুন চৌধুরী, কোষাধ্যক্ষ রুহেনা আক্তার মনি, ক্রীড়া সম্পাদিকা শাহানা আলম চৌধুরী, সুনামগঞ্জ ক্রীড়া সংস্থার সম্পাদিকা সঞ্চিতা চৌধুরী, রুবাইয়া বেগম, সৈয়দা আমেনা আখঞ্জি, কলি তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিভাগের সম্পাদক রেজওয়ানুল হক রাজা প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মো. মুকশেদ আলী ও লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ প্রমুখ।
সভা শেষে ৩৫০ জন দরিদ্র শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অপরদিকে শুক্রবার দুপুরে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে মহিলা কল্যাণকেন্দ্রের উদ্যোগে আরো ১২০ জন শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।