বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
আঙিনা২৪::
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২১ শেষ ফেব্রুয়ারি মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসআদিয়া হাসননগর মাদরাসায় অনুষ্ঠিত হল লিখনী সাহিত্য সংসদ।(লিসাস)-এর আলোচনাসভা ও সাহিত্য আসর।
লিসাস সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে লিসাসের সাধারণ সম্পাদক মাহবুব সালমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ মাহমুদ এর যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ-এর উপর পরিচালক বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম।
আলোচনা পেশ করেন বিশিষ্ট সাহিত্যিক শায়খুল হাদীস মাওলানা কবি সাজিদুর রহমান, বিশিষ্ট লেখক মাওলানা হাফিজ ইমদাদুল হক হাসারচরী, জামিয়া হাসন নগরের মুহাতমিম মাওলানা দিলওয়ার হোসাইন, বিশিষ্ট লেখক মুহাদ্দিস মাওলানা তাইবুর রহমান চৌধুুুরী, বিশিষ্ট মুহাদ্দিস মাওলানা নূরুল মুত্তাকীন, মুহাদ্দিস মাওলানা দিলওয়ার হোসাইন, গল্পকার মিনহাজ ফয়সাল, সৃজনঘর সভাপতি মাওলানা আহমদ কবীর খলিল, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হাফিজ মাওলানা আবদুল বারী সরদার, খিদমাহ ব্লাড ব্যাংক এর চেয়ারম্যান মাওলানা আবির সাবীল, বিশিষ্ট সমাজসেবী মাওলানা রুকনুদ্দীন, লিসাসের নির্বাহী সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, সদস্য মাওলানা রিয়াজ উদ্দীন, মাওলানা কামরুল হাসান, মাওলানা রব্বানী রউফ প্রমুখ।
সভায় আগামি ডিসেম্বরের শেষ দশকে লিসাসের ১ যুগপূর্তী অনুষ্ঠান করার ঘোষণা করা হয়।