বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
নিজস্ব রিপোর্টার::
১৬ সেপ্টেম্বর উত্তর সুরমা প্রবাসী সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করেছে। কোভিড-১৯ পরিস্থিতে দীর্ঘ ১৮ মাস পর ১২ সেপ্টেম্বর দেশে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের কার্যক্রম শুরু হয়েছে। এই প্রেক্ষিতে এই সংগঠন উত্তর সুরমার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণে কার্যক্রম শুরু করেছে।
প্রথম দিন সুনামগঞ্জ সদর উপজেলা উত্তর সুরমার নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য প্রায় এক হাজার মাস্ক আনুষ্ঠানিকভাবে সহকারি প্রধান শিক্ষক সিস্টার রীটা দীপা গমেজ-এর নিকট হস্তান্তর করা হয়। মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উত্তর সুরমা প্রবাসী সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম,সহ সভাপতি মোবারক হোসেন, সুরমা ইউনিয়ন প্রতিনিধি ফারুক মিয়া ও ইউসুফ মিয়া,নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ ইসমাইল হুসেন, সেবাষ্টিয়ান পিউরীফিকেশন, সুজিত কুমার দেবনাথ,মোঃ রফিকুল ইসলাম সহকারি শিক্ষক (আইসিটি) মোঃ শাহ আলম প্রমূখ।