বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাঙালির কন্ঠ আয়োজিত’ দৈনিক বাঙালির কন্ঠ সাহিত্য পুরস্কার ও গুণিজন সম্মাননা-২০২১’ প্রদান করা হয় গত ২ এপ্রিল ২০২১। রাজধানী ঢাকার কাঁটাবন ‘দীপনপুর ভোজনশালা’য় আনুষ্ঠানিক ভাবে সারা বাংলাদেশ থেকে নির্বাচিত ১৭ জন কবি লেখকদের উক্ত পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি ও কথা সাহিত্যিক জিয়াউল হক। অনুষ্ঠান উদ্ভোদন করেন বাংলা একাডেমি পুরস্কার জয়ী বরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার জয়ী বরেণ্য কবি ও লেখক আসলাম সানি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি ও বাংলা একাডেমির পরিচালক রহিমা আখতার কল্পনা। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব ড.শাহাদাৎ হোসেন নিপু, ৭১ টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক ফারজানা করিম, কবি ও কথা সাহিত্যিক শাহিন রেজা, ড.শামীম তালুকদার ও ড. শামস আলদীন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আয়শা জাহান নুপুর ও নুরুন নাহার শ্রাবণী।
উক্ত অনুষ্ঠানে সর্ব কনিষ্ঠ কবি হিসেবে এস আই শিমুলের লেখা ২য় কাব্য গ্রন্থ ‘ধূলি ধূসর পায়ে’ এর জন্য এস আই শিমুলকে ‘দৈনিক বাঙালির কন্ঠ সাহিত্য পুরস্কার ‘প্রদান করা হয়। উল্লেখ্য বাংলাদেশের প্রধান শিশু কিশোর পত্রিকা ‘কিশোর বাংলা’ জুন ২০২০ সংখ্যায় এস আই শিমুল কে তারুণ্যের কবি হিসেবে আখ্যায়িত করা হয়। মাত্র ১৫ বছর বয়সে এস আই শিমুলের প্রথম পূর্ণাঙ্গ কাব্য গ্রন্থ ‘প্রারম্ভিকা’ প্রকাশিত হয় এবং ১৭ বছর বয়সে মোট তিনটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এতো অল্প বয়সে পূর্ণাঙ্গ তিনটি কাব্য গ্রন্থ প্রকাশিত হওয়ার ঘটনা বাংলা সাহিত্যে বিরল।