শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
দেশের সর্বস্তরের মুসলমানদের কাছে দ্বীনের দাওয়াত ও সেবা পৌঁছানোর লক্ষ্যে ‘তা’লিমুদ্দীন ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘঠেছে। দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক,প্রকাশনা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমকে সামনে রেখে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রাথমিক অবস্থায় প্রতিষ্ঠানটি অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে। সিলেটে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে দিনব্যাপী বৈঠকে নিম্নোক্ত সিদ্ধান্তবলী গৃহীত হয়।.★প্রতিষ্ঠানের বিভাগ-১.সহজ দ্বীন শিক্ষা বিভাগ। ২.দাওয়াহ বিভাগ।৩.প্রকাশনা বিভাগ।৪.সাদাকাহ বিভাগ।
পরিচালনা পর্ষদ-★তত্ত্বাবধারক-হযরত মাওলানা মুফতি আবু ইয়াহইয়া মুহাম্মদ যাকারিয়া সাহেব (দাঃ বাঃ)।★সদস্যবৃন্দ-মাওঃ নুরুল ইসলাম।হাফিজ মাওঃ সালেহ আহমদ।মাওলানা মাহবুব আলম।হাফিজ মুফতি উমায়রুল ইসলাম।হাফিজ মুফতি আলী আহমদ।হাফিজ মুফতি জয়নাল আবদীন।মুফতি তারেকুল ইসলাম।প্রাথমিক উদ্বোধনী বৈঠক শেষে ফাউন্ডেশনের সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। বি.