বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া মানবকল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে ও ইউকেভিত্তিক সংগঠন ইউনিভার্সাল রিলিফ ট্রাস্টের আর্থিক সহযোগিতায় ১০৫ পরিবারের মধ্যে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার চিনাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
চিনাউড়া গ্রামের প্রবীণ মুরব্বি সমাজসেবক তাজ উদ্দিনের সভাপতিত্বে ও চিনাউড়া মানবকল্যাণ সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঙ্গারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সাল রিলিফ ট্রাস্ট প্রতিনিধি একে কুদরত পাশা, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, চৌদ্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, মেরুয়াখলা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কাজী আমিন-আত-তাফহীম, কলকলিয়া শাহজালাল কলেজেরে প্রভাষক জহিরুল ইসলাম, মঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, ঝরঝরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক, বেলাবরহাটি দাখিল মাদ্রাসার মুশতাক আহমেদ, সাবেক ইউপি মেম্বার আব্দুল মতিন।
আলোচনায় অংশ নেন চিনাউড়া মানবকল্যাণ সামাজিক সংগঠনের সভাপতি তাজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, অর্থ সম্পাদক জাকির হোসেন, সহ অর্থ সম্পাদক জুনায়েদ আহমদ, সদস্য শওকত, নাজমুল, নাহিম, আনোয়ার, সাদ্দাম প্রমুখ।