বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
আব্দুল্লাহ মাহমুদ –
গত শুক্রবার সুনামগঞ্জের সাহিত্যকেন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে লিখনী সাহিত্য সংসদের (লিসাস) উদ্যোগে তরুণদের নিয়ে দিনব্যাপী লেখালেখির এক কর্মশালা অনুষ্ঠিত হয়। মাহবুবুল হক সালমানের সঞ্চালনায় ও মাওলানা মুতিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন আবিম’স ভাষা শিক্ষা কোর্স ঢাকার পরিচালক আইয়ুব বিন মঈন,ছড়াসম্রাট জগলুল হায়দার,দৈনিক সময়ের আলোর ইসলাম বিভাগের প্রধান আমিন ইকবাল।
এতে শতাধিক প্রশিক্ষণার্থী বিপুল আগ্রহে কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণ শেষে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন কবি নুর-ই-সাত্তার, কবি মাওলানা সাজিদুর রহমান, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা ইমদাদুল হক হাসারচরী,মাওলানা আবুল কালাম আজাদ, সাংবাদিক মাওলানা আব্দুল বাছির সরদার,মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, মাওলানা কয়েছ আহমদ,মাওলানা আখলাক আহমদ,রব্বানী রউফ, মাওলানা রায়হান বিন মুরশিদ, মাওলানা রিয়াজ বিন আব্দুল গণী,মাওলানা শামীম আহমদ, মুফতি মানসূর আহমদ , জনাব কাজি মুমিনুল ইসলাম প্রমুখ ।