বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
গত ২৯ জানুয়ারি জনতারকণ্ঠ টুয়েন্টিফোর ডট কম-এ ‘গরীবের চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই-এর বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। এক প্রতিবাদলিপিতে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে আমার মানহানির উদ্দেশ্যে মিথ্যা ও ভুল তথ্য সন্নিবেশিত করে এই সংবাদ তৈরি করা হয়েছে। সংবাদে রঙ্গারচর ইউনিয়নের নৈগাং গ্রামের ২০৪ নম্বর ক্রমিকের জহুরা খাতুন নামের যে মহিলার ভিজিডির চাল আত্মসাতের মিথ্যা অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, প্রকৃতপক্ষে ওই নামের কোন উপকারভোগী মহিলার নাম তালিকাতে নেই। ২০৪ নম্বর ক্রমিকে উকারভোগী মহিলা হলেন মোছা. হোসনেআরা বেগম, স্বামী ইউনুছ আলী। তিনি ইউনিয়নের নৈগাং গ্রামের বাসিন্দা। পূর্বে ভিজিডির তালিকায় ভুলবশত শাহপুর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী জহুরা খাতুনের নাম লিপিবদ্ধ হয়, ভুলটি ধরার পড়ার পর ২০১৯ সালের ৭ এপ্রিল অনুষ্ঠিত পরিষদের সভায় উপস্থিত সদসদ্যদের সর্বসম্মতিক্রমে ভুল সংশোধন করে শিংপুর গ্রামের মোছা. হোসনেআরা বেগমের নাম প্রতিস্থাপন করা হয়। সভার কার্যবিবরণীর অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রদান করা হয়। আমি এই মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে, আমি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ পরিবেশনের বিষয়টি আইগতভাবে মোকাবেলা করার উদ্যোগ নেই। পরবর্তীতে সিনিয়র কয়েকজন সাংবাদিকের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বসা হয়। জনতারকণ্ঠ টুয়েন্টিফোর ডট কম-এর সম্পাদক কর্ণবাবু দাস, আমিসহ সিনিয়র সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন। সার্বিক আলোচনার পর ভুল তথ্যের ভিত্তিতে লেখা সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেন পোর্টালের সম্পাদক কর্ণবাবু দাস। সকলের উপস্থিতিতে, সংবাদটি তার পোর্টাল থেকে মুছে ফেলার এবং এর প্রতিবাদ ছাপানোর প্রতিশ্রুতি দেন তিনি। (বিজ্ঞাপন)