বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন
বি.পুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারে মুক্তিযোদ্ধা সংসদ অফিস হল রুমে বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় ইসলামিক সাংস্কৃতিক গজল সন্ধ্যা বাস্তবায়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল ইসলাম নুরু সাহেবের সভাপতিত্বে ওয়ার্ড মেম্বার জাকির আহমদ মনির এর পরিচালনায় মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যবসায়ী বাজার কমিটি সভাপতি মোঃ নাসির উদ্দিন সুস্থ ধারার সাংস্কৃতিক গজল সন্ধ্যা বাস্তবায়নের লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন, এছাড়াও বাজার ব্যাবসায়ী ও স্থানীয় বিভিন্ন পেশার ব্যাক্তিগন মতবিনিময় প্রকাশ করেছেন আব্দুল হাসিম, ডাঃ মিজানুর রহমান দেওয়ানি , আনোয়ার হোসাইন, আব্দুল লতিফ, মোহাম্মাদ আলী, মোজাম্মেল হক, এম এ সুহরাব, দিলোয়ার হুসেন, তৌহিদুল ইসলাম, মুক্তার হোসেন, রুহুল আমিন, হাবিবুল্লাহ, রেজয়ান, মাছুম, হামিদ, হোসাইন প্রমুখ,
সভায় আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠানের তারিখ এবং ১১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, মতিউর রহমান মানিক আহবায়ক ও মোঃ নুরুল আমিন সদস্য সচিব।