শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
মতিউর রহমান মানিক
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদের কাপনা গ্রামে এলাকার মুর্দেগান ও শহীদ মুক্তিযোদ্ধাগণের ঈসালে সওয়াব দোয়া ও মিলাদ মাহফিল, ক্বিরাত, হামদ/নাত গজল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশ বরেণ্য উলামায়ে কেরাম ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিতি ছিলেন।
গতকাল বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলামের উদ্যোগে এই বরকতময় অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়।
ক্বিরাত, হামদ নাত গজল প্রতিযোগিতায় যে সকল প্রতিষ্ঠানের ছাত্র – ছাত্রীরা অংশগ্রহন করেন , কাপনা জালালিয়া দাখিল মাদরাসা, কাপনা জামেমসজিদ মক্তব, জাবালে নুর মৌয়াকুড়া হাফিজিয়া মাদরাসা, মথুরকান্দি হাফিজিয়া মাদরাসা, রতারগাঁও হুসানিয়া হাফিজিয়া মাদরাসা তাছাড়াও বিভিন্ন স্কুল কলেজ ছাত্ররা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহন করেন।