বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
রুহুল আমীন :: সুনামগঞ্জে সদরের মঙ্গলকাটা বাজারে ‘ক্যাফে আল আরাবী’ নামে একটি কফি হাউসের উদ্বোধন করা হয়। গত ৩০ ডিসেম্বর বুধবার ‘ক্যাফে আল আরাবী’ উদ্বোধন করেন ইয়াকুবিয়া দাখিল মাদরাসা মীরেরচর এর সাবেক সুপার ও প্রবীণ আলেমেদ্বীন আলহাজ্ব কাজী মাওলানা শাহেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মৌ. ওয়াহিদ উদ্দিন, জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক মো. রশিদ আহমেদ, মঙ্গলকাটা জামে মসজিদ এর খতিব মাও. হাবিবুর রহমান, এইচ এম পি হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাও. শামছুল হুদা, প্রবীণ আলেমেদ্বীন মাও. মহিউদ্দিন, উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. কামরুল হুদা, মেরুয়াখলা ফাযিল মাদরাসার প্রভাষক মাও. কাজী আমীন আত তাফহীম, রাজনীতিবিদ মতিউর রহমান মানিক, ডা. ইকবাল আহমেদ, মুহা. আব্দুস সামাদ, মুহা. আতিকুর রহমান প্রমুখ।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাজী মমিন জানান হালাল ব্যবসার মাধ্যমে গ্রাহকদের ইনসাফ ভিত্তিক সর্বোচ্চ সেবা দেয়াই আমাদের লক্ষ্য। এ সময় তিনি আগত সকল মেহমানদের ধন্যবাদ ও আন্তরিক মুবারাকবাদ জানান।