বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
টি এস হুসাইন ::
‘বই পড়ি-নিজেকে জানি’- এই শ্লোগানকে সামনে রেখে গেল বছরের সেপ্টেম্বর মাসে মাইজবাড়ী এলাকায় মাদরাসা পয়েন্টে প্রতিষ্ঠিত হয়েছিল আলোকবর্তিকা পাঠাগার। জ্ঞানার্জন ও সুশিক্ষা প্রসারের লক্ষ্যে পাঠাগারের উদ্যোগে বিভিন্ন দিবসকেন্দ্রীক শিক্ষামূলক প্রোগ্রাম হাতে নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় আলহেরা মিলনায়তনে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা।
আলোকবর্তিকার উপদেষ্টা মাসুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আফজাল নুর, বিশেষ অতিথি ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মশিউর রহমান, তরুণ কবি তাওসীফ সারওয়ার, সুহেল আলম, দেলাওয়ার হোসাইন ও নুরে আলম।
জুয়েল হাসানের সঞ্চালনায় আলোচনা শেষে অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহন করে বিজয়ীরা।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাঈল আহমদ তালহা, মশিউর রহমান চয়ন, সজিবুর রহমান, আকরাম হোসাইন, এমদাদ হোসেন, রওশন আহমদ ফুয়াদ প্রমুখ।