বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
মোসাইদ রাহাত ::
আসন্ন একাদশ নির্বাচন উপলক্ষ্যে শহরের সকল জায়গা থেকে নির্বাচনী ব্যানার পোস্টার অপসারণ করেছে প্রশাসন। শনিবার সকাল থেকে শহরের ওয়েখালী, আলফাত স্কয়ার রোড, উকিলপাড়া, হোসেন বখত চত্ত্বর, বিহারি পয়েন্ট, কলেজ রোড, হাসন নগর, কজির পয়েন্ট, ষোলঘর, মধ্যবাজার, পশ্চিম বাজার, মল্লিকপুর, নবীনগর এলাকাসহ শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার, পোস্টার বিল বোর্ড অপসারণ করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পালের নেতৃত্বে এবং সুনামগঞ্জ পৌরসভা ও পুলিশ প্রশাসনের সহায়তায় এগুলো অপসারণ করা হয়।
এব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনুযায়ী ১৮ নভেম্বরের দুপুর ১২ ঘটিকার মধ্যে জেলার সকল স্থানে নির্বাচনী ব্যানার, পোস্টার, বিলবোর্ড অপসারনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে আজকে আমাদের অভিযান সম্পন্ন হয়েছে। তবে কয়েকটা জায়গা বাকি রয়েছে রোববার ১২ ঘটিকার মধ্যে অপসারণ করা হবে।
অন্যদিকে ১১টি উপজেলায় ১১জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, বিলবোর্ড অপসারণের কাজ শুরু করে। এদিকে একদিন বাকি থাকলেও জেলার ৫টি আসনের বিভিন্ন দলের শতাধিক সম্ভাব্য প্রার্থীর পোস্টার, ব্যানার, বিলবোর্ড এখনো রয়ে গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনার পরও এখন পর্যন্ত সুনামগঞ্জে নির্বাচনী বিল বোর্ড ও ব্যানারসহ সব ধরনের প্রচারনা সামগ্রী অপসারনের কোন উদ্যোগ নেয়নি মনোনয়ন প্রত্যাশী কিংবা তার সমর্থকরা।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বিশ্বম্ভরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস বলেন, নির্বাচনের প্রচারণা সামগ্রী শনিরবার রাতের মধ্যে না সড়ালে বিধিমোতাবেক আইনুনগ ব্যবস্থাসহ সম্ভাব্য প্রার্থীদের জরিমানা করা হবে।
উল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশের সকল জায়গা থেকে পোস্টার, ব্যানারসহ সব ধরনের প্রচারণা সামগ্রী সরানোর জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
Sunamkantha