রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া বৃষ্টির ধারায় মুছে যাক “রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে উৎসাহিত করি” মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ ফেনিবিল ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের অমর একুশে উদযাপন ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত তৃতীয় বারের মত অনুষ্ঠিত হয়ে গেলো দাখিল ২০০৪ ব্যাচ এর মিলনমেলা কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের শীত বস্ত্র বিতরণ

ধারারগাও-হালুয়াৱঘাট ‘সুরমা ব্রিজ’ই হবে আমাদের একমাত্র আন্দোলন – উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী

ধারারগাও-হালুয়াৱঘাট ‘সুরমা ব্রিজ’ই হবে আমাদের একমাত্র আন্দোলন – উত্তর সুরমা চাকুরিজীবী পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী

আঙিনা২৪ ::

৮ সেপ্টেম্বর বুধবার সিলেটের একটি স্বনামধন্য হোটেলে এক সভায় নায়েমের উপ-পরিচালক , উত্তর-সুরমা চাকরিজীবী পরিষদ সুনামগঞ্জ এর সম্মানিত সভাপতি মোঃ আব্দুল মান্নান চৌধুরী এ কথা ব্যক্ত করেন।  তিনি বলেন একটিমাত্র  ব্রিজ এর অভা‌বে উত্তর সুরমাৱ  লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন মৌলিক চাহিদা থেকে বঞ্চিত। সদরে থেকেও আমরা মাত্র কয়েক বছর আগে বিদ্যুৎ পেয়েছি।  বিদ্যুৎ নি‌য়ে হ‌য়ে‌ছে লু‌কোচু‌রি খেলা, আমা‌দের বরাদ্দ অদৃশ্য কার‌ণে হয় উদাও হ‌য়ে যায় নতুবা অন্য অঞ্চলে চ‌লে যায়।

সদর পৌরসভা থেকে মাত্র একটি নদী আমাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। লক্ষ লক্ষ টন শাকসবজি ও ফসল উৎপাদন করেও ন্যায্য মূল্য পাচ্ছেনা আমাদের এলাকার কৃষক। ছেলেমেয়েরা পাচ্ছেনা আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা । জনগণের মৌলিক চাহিদা চিকিৎসা হলেও  পাচ্ছে না তাদের সুচিকিৎসা।  দীর্ঘ ৫০ বছর বিভিন্ন ভাবে আমাদেরকে দাবিয়ে রাখা হয়েছে,  বিভিন্নভাবে বঞ্চিত করেছে আমাদেরকে , কিন্তু উত্তর সুরমার মানুষকে এখন আর দাবিয়ে রাখা যাবে না।  অজ পাড়াগাঁ থেকেও আমরা  সরকার পরিচালনার বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রেখে যাচ্ছি।  দেশের সেবায় নিজেকে নিয়োজিত করছি। দেশের অর্থনৈতিক চাকা ঘুরানোর ক্ষেত্রে এক নিষ্ঠা ভাবে কাজ করে যাচ্ছে আমার এলাকার মানুষ।

তাহলে কেন আমাদেরকে বঞ্চিত করে রাখবে? সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ  আমাদের কাছ থেকে ভোট নিতে আসে, দোয়া নিতে আসে, দোয়া আর ভোট নিয়ে মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, পরক্ষনেই আমাদের ভুলে যায়। তিনি আরো  বলেন আমি বিভিন্ন মন্ত্রী  ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে যাচ্ছি।  সবাই আমাদের আশ্বাস দেয়, এই আশ্বাসে বিশ্বাস না করতে পারলে,  অচিরেই আমরা এলাকার মানুষ নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।  যতদিন পর্যন্ত এই  ব্রিজ হবে না ততদিন পর্যন্ত উত্তর  সুরমার জনগণ ঘরে ফিরবে না।  আগামীতে আমরা যে  মানববন্ধন ও বিক্ষোভ আন্দোলন করব সেখানে দল-মত নির্বিশেষে  সকল জনগণকে যোগদান করার জন্য বিনীত আহবান জানাই।

উক্ত সভায়  আরো উপস্থিত ছিলেন  উত্তর সুরমা চাকরিজীবী পরিষদের সহ-সভাপতি বাহাউদ্দিন খন্দকার (সেলস ম্যানেজার এসএম‌সি সি‌লেট), আজিজুল হক (সহকারী প্রশাসশনিক কর্মকর্তা শা‌বিপ্রবি), যুগ্ন সম্পাদক  শহিদুল ইসলাম (সি‌নিয়র প্রভাষক), সাংগঠনিক সম্পাদক ব্যাংকার  কে এইচ এম আরাফাত,  উপ অর্থ সম্পাদক সৈয়দ আব্দুল মতিন (সি‌নিয়র প্রগ্রামার), উপ আইনশৃঙ্খলা বিষয়ক সম্পাদক এএস আই আব্দুস সাত্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক  আতাউর রহমান,  পরিবেশ বিষয়ক সম্পাদক এ‌টি এস আই  কুতুবউদ্দিন, গ‌বেষণা বিষয়ক সম্পাদক  ব‌্যাংকার আব্দুল্লাহ আল মামুন, রত্না আক্তার (সহকারী শিক্ষক), পু‌লিশ অ‌ফিসার শ‌হিন আলম, দুদ‌কের ফারুক প্রমুখ।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com