বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন
এস এ ইলিয়াস::
সুনামগঞ্জ সদর উপজেলার বৃহত্তম কবরস্থান জাহাঙ্গীরনগর ইউনিয়নের ‘ফেনিবিল-বড়ইতলা’ কবরস্থানের রক্ষণা-বেক্ষণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার বিকেলে ফেনিবিল-বড়ইতলা কবরস্থান ময়দানে। এলাকার ৭/৮ টি গ্রামের মৃত ব্যক্তিদের জানাজার নামাজ ও দাফন কার্য সম্পন্ন করে থাকে এখানে।
১২ একর বিস্তৃত গোরস্তানের চারদিকে সীমানা প্রাচীর না থাকায় গরু, ছাগল ও বিভিন্ন জন্তু অবাধে চলাফেলায় পবিত্রতা নষ্ট করছে। এ বিশাল কবরস্থানের চার দিকে প্রাচীর, অযুখানা, ছাউনি, মাঠি সমতলকরণ, বৃক্ষ রোপণ, মৃতব্যক্তির সতকারের তথ্য সংরক্ষণ ও লাইটিং ব্যবস্থাকরণ, দৃষ্টি নন্দন করবস্থানের বাস্তবায়ণ মানুষের দীর্ঘ দিনের দাবী।
আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান শাহারীয়ার, ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আবুল হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মোকশেদ আলী, বঙ্গবন্ধু পরিষদ সুনামগঞ্জ উপজেলার সভাপতি সুমন চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহনুর আলম, নৈয়দার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান সবুজ, পল্লী চিকিৎসক মোঃ রেনু মিয়া, এইচ এম দানিছ, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম প্রমূখ।