বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্ব নবীর আগমনে, সুরভিত পরিবেশে পুলকিত বিশ্ব আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া বৃষ্টির ধারায় মুছে যাক “রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে উৎসাহিত করি” মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ ফেনিবিল ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের অমর একুশে উদযাপন ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত তৃতীয় বারের মত অনুষ্ঠিত হয়ে গেলো দাখিল ২০০৪ ব্যাচ এর মিলনমেলা

তরুণদের উদ্যোগে সুনামগঞ্জে সিরাত সেমিনার-২০২১ সম্পন্ন

তরুণদের উদ্যোগে সুনামগঞ্জে সিরাত সেমিনার-২০২১ সম্পন্ন

আব্দুল্লাহ মাহমুদ ::

সুনামগঞ্জের তরুণ আলেমদের সমন্বয়ে গঠিত, সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত ‘বিশ্বনবী হযরত মুহাম্মাদ সা. এর বর্ণিল জীবন’ কেন্দ্রিক এক গুরুত্বপূর্ণ সিরাত সেমিনার গতকাল ১৩ নভেম্বর বাদ জোহর থেকে শহরের ঐতিহ্যবাহি দীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয় ।

সিরাতুন্নবী সা. বাস্তবায়ন কমিটির আহবায়ক মাও. রুকন উদ্দিনের সভাপতিত্বে ও কবি মীম সুফিয়ান ও আব্দুল্লাহ মাহমুদের যৌথ পরিচালনায় সিরাত সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন শাইখুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান হাফিজাহুল্লাহ । তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘একটি সুন্দর আলোকিত সুস্থ সমাজ বিনির্মাণ করতে চাইলে, ঘুনেধরা আঁধারে নিমজ্জিত, আদর্শ বিবর্জিত ভঙ্গুর আমাদের এ সমাজটাকে ঢেলে সাজাতে হলে- রাসূল সা. এর আদর্শের বিকল্প নেই । এ জন্য আমাদের সিরাতচর্চার বিকল্পও কিছু নেই । তাই আমাদের বেশি করে সিরাতচর্চা করা উচিত।’
এতে মূখ্য আলোচক হিসেবে বরেণ্য লেখক, বিদগ্ধ সাংবাদিক, সিরাত বিশ্লেষক মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, ‘ সিরাতুন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তো মুসলমানদের আদর্শ জীবন-যাপনের প্রকৃত ঠিকানা। সিরাত তো অসুস্থ উম্মাহর যথাযথ চিকিৎসা ও পরিচর্যা। সিরাত হচ্ছে মুসলিম উম্মাহর জন্য বর্ণিল পথ এবং বহু পথের মোহনা। তাই জেলায়-থানায়, শহরে-গ্রামে, বিদ্যালয়ে-শিক্ষাঙ্গনে, ক্যান্টিনে মজলিশে ব্যাপক সিরাতচর্চা প্রয়োজন।

তিনি আরো বলেন,
সিরাতচর্চা ও অনুসরণে ঈমান-আমল জাগ্রত হওয়ার মধ্য দিয়ে মনেপ্রাণে, দেহে অবয়বে শুদ্ধ ব্যক্তিমানুষ তৈরি হয়। অগণিত শুদ্ধ ব্যক্তিমানুষ সমাজ, রাষ্ট্র ও মানুষকে উপকৃত করে। সিরাতচর্চা দ্বীনি কারণেও প্রয়োজন, উম্মাহর বেঁচে থাকার দরকারেও প্রয়োজন, জাতীয় স্বার্থেও প্রয়োজন।’

এ ছাড়া মহানবী সা. এর সীরাতের আরো নানান দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন, আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের মহাসচিব শায়খ মাওলানা আব্দুল বাছির, বরেণ্য ইসলামী শিক্ষাবিদ শায়খ বদরুদ্দীন বিন ইসহাক আল মাদানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও. তাফাজ্জুল হক আজিজ, বিশিষ্ট চিন্তক আলেম মাও. শাহ মমশাদ আহমদ ও তরুণ আলেম গবেষক মুফতি জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল মনসুরসহ প্রমুখ উলামায়ে কেরাম।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com