মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করেছে স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান ব্লাডলিংক আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালে ছোটখাটো শক্তি নয়, বড় শক্তি কাজ করবে বলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মউবিয়ান’র অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বিশ্ব নবীর আগমনে, সুরভিত পরিবেশে পুলকিত বিশ্ব আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া বৃষ্টির ধারায় মুছে যাক “রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে উৎসাহিত করি” মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ ফেনিবিল ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের অমর একুশে উদযাপন

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করেছে স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান ব্লাডলিংক

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করেছে স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান ব্লাডলিংক

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালন করেছে স্বেচ্ছায় রক্তদানকারী প্রতিষ্ঠান ব্লাডলিংক, সুনামগঞ্জ।

রবিবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা ও স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়। ব্লাড লিংকের প্রতিষ্ঠাতা ডা. হুমায়ূন ফারুক আলমগীরের সভাপতিতে এবং ব্লাডলিংক সুনামগঞ্জের এডমিন শাহ মুশাহিদ আলম ফয়সলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরীফি, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তণ সিভিল সার্জন ডা. মোনাওয়ার আলী, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, ডা. মো. আলী নূন, প্রভাষক মশিউর রহমান।

বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন কামরুজ্জামান কামরুল, আলী আমজাদ, হুমায়ূন কবীর, হাফিজ রহমান লিটন, শফিকুর রহমান গণি,নূর জাহান সফিক নূরী, কর্ণ বাবু দাস, সিরাজুল ইসলাম পলাশ,আরশদ নোমাান, মুজাহিদুল ইসলাম মজনু, মনিরুজ্জামান প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফিজ মো. হাসান, পবিত্র গীতা পাঠ করেন হেপী চৌধুরী।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয় এবং সিভিল সার্জন সুনামগঞ্জ এর পক্ষ থেকে ব্লাড লিংকের সকল সদস্যদের হেল্থ কার্ড প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলো সিভিল সার্জন অফিস, সুনামগঞ্জ।

বক্তগণ বলেন, ব্লাডলিংক মানবতার কাজে এক অন্যন্য উদাহরণ। মানুষের জন্য নিবেদিত এই প্রতিষ্ঠান সকল ভালো কাজের জন্য অনুকরনীয় হতে পারে। এ রকম মহতি কাজে সকল যুব সমাজকে যুক্ত থাকতে আহবান জানান তারা।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com