বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
হক অফসেট প্রেসের নতুন সংযোজন ‘ডিজিটাল ব্যানার প্রিন্টিং মেশিন’’। শহরের মুক্তারপাড়া এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে পরিচালিত নতুন এ মেশিনটি গতকাল মঙ্গলবার বাদ যোহর মিলাদ ও দোয়া-মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।
মিলাদ পরিচালনা করেন শহরের খালেকাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আতাউর রহমান লস্কর। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন পূর্ব বাজার জামে মসজিদের ইমাম আলহাজ মাওলানা আবু সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন শহরের কলোনী জামে মসজিদের ইমাম ও খতিব এবং দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদরাসার আরবী প্রভাষক আলহাজ আবু তাহির মো.খালিদ, কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা হাফিজ মফিজুর রহমান, কলেজ মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাওলানা মুফতি জিয়াউল হক, কোর্ট মসজিদের হাফিজ মাওলানা ইলিয়াছ উদ্দিন, হাফিজ আবু সালেহ, মৌলভী আব্দুল আউয়াল, কাজী শফিক হজ গ্রুপের পরিচালক কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।