বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন
স্বপন কুমার বর্মন:
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেছেন, ‘চুপি চুপি কিংবা দলে বিভেদ সৃষ্টি করে কেউ আওয়ামী লীগারদের ভোট নিতে পারবেন না। আওয়ামী লীগারদের ভোট নিতে হলে তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে। দলীয় প্রধানের নির্দেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা কখনোই অমান্য করে না। তবে মহাজোটের প্রার্থীকে সহযোগিতা চাইতে হবে। নিজের ভুলও বুঝতে হবে।’
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য দেবার সময় মতিউর রহমান এসব কথা বলেন।
মতিউর রহমান বলেন,‘মহাজোটের প্রার্থী হয়ে আত্ম অহমিকায় না ভোগে এসে দেখে যান, তৃণমূলের কর্মীরা সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী না পেয়ে কীভাবে কান্নায় ভেঙে পড়েছে। মহাজোটের প্রার্থী বড় মহাজন, মহাজনি করতে হলে আমাদের নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে।’
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। এছাড়াও বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল আজাদ রুমান, জেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আওয়ামী লীগ নেতা মহরম আলী, আব্দুল গণি, মুমিনুল ইসলাম মানিক, নজরুল ইসলাম, মিজানুর রহমান নাজিম, আব্দুস সাত্তার, আমান উল্লাহ্ আমান, প্রসূন কান্তি দাস, নুরুল আলম সিদ্দিকী, মোশারফ হোসেন ইমন, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, শ্রমিক লীগের সভাপতি আক্তারুজ্জামান মিরাজ, মহিলা আওয়ামী লীগের নেত্রী মাহ্ফুজা আক্তার রীনা, জান্নাত মরিয়ম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেন, ‘আওয়ামী লীগে বিভক্তি নেই। জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একসঙ্গে তৃণমূলের কর্মীদের সুখ-দুঃখের কথা শুনতে এসেছি। দলের প্রার্থী নৌকা নিয়ে আসতে না পারায় নেতা-কর্মীরা হতাশ হয়ে কান্নাকাটি করছে। আমরা আমাদের দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনা মানি। তবে আওয়ামী লীগকে মূল্যায়ন করতে হবে।’
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত বলেন, ‘দলীয় প্রধানের নির্দেশনা আমরা সকলেই মানি। তবে জেলা আওয়ামী লীগ ও তৃণমূলের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রেখে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে এগুতে হবে।’
sunamgajerkhabor