বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম সহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড-এর পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানসহ বৃন্দসহ অন্যান্যরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা মোনাজাত করা হয়।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ সভাপতিত্বে করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, সিভিল সার্জন ডাঃ আশুতোষ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০১৮ উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন ও উপস্থিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।