বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন
আঙিনা ডেস্ক:
আটক ফিলিস্তিনি বন্দিদের বিষয়ে আরও কঠোর হওয়ার পরিকল্পনা করেছে ইসরাইল, যার মধ্যে যুক্ত রয়েছে বন্দিদের খাওয়ার পানির বরাদ্দ কমিয়ে দেওয়া।
বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগও কমিয়ে আনতে চায় দেশটি।
তাদের গোসলের সুযোগ এবং তাদের সঙ্গে খোদ ইসরাইলি সংসদ সদস্যদের দেখা করার বিষয়টিও নিয়ন্ত্রণের প্রস্তাব করেছে দেশটির সংশ্লিষ্ট কমিটি।
বন্দিদের মানবাধিকার হরণের এসব সিদ্ধান্ত প্রসঙ্গে ইসরায়েলের পাবলিক সিকিউরিটি মন্ত্রী গিলাদ এরদান বলেছেন : ‘সন্ত্রাসীদের’ ও তাদের পরিবারের সদস্যদের সন্ত্রস্ত করার ‘নৈতিক দায়িত্ব’ পালনের জন্য কারাগারের পরিস্থিতি ফিলিস্তিনিদের জন্য অসহনীয় করে তোলা দরকার। আল-জাজিরা।