মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের স্বার্থে সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ’র মুক্তির দাবিতে জেলার বিভিন্ন বেসরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের ৪২জন শিক্ষক যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, মইনুল হক কলেজের অধ্যক্ষ মো. মতিউর রহমান, দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদরাসার অধ্যক্ষ মো. আলী নূর, সহকারি অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী, উপাধ্যক্ষ তোফায়েল আহমদ, প্রভাষক রামানুজ রায়,
প্রভাষক মো. নোয়াজ উদ্দিন, প্রভাষক মো. জামাল হোসেন, প্রভাষক আ.স.ম ফজলুল করিম, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক মো. ফজলুল হক দোলন, প্রভাষক সালেহ আহমদ, প্রভাষক শেখ ফারজানা সোমা, প্রভাষক তাসলিমা আক্তার, প্রভাষক কাঞ্চন বৈদ্য, প্রভাষক মো. শাহীনুল ইসলাম, প্রভাষক আবু তাহির মো. খালিদ, প্রভাষক সাহিদা পারভিন, প্রভাষক মো. মিসবাহ উদ্দীন, প্রভাষক মো. রুহুল আমিন, প্রভাষক মো. ফারুক রশীদ, প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক হিমাদ্রী শংকর তালুকদার, প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, প্রভাষক রজত কান্তি রায়, প্রভাষক মো. ওসমান গনী, প্রভাষক নিহার রঞ্জন তালুকদার, প্রভাষক মো. জাফর আলী, প্রভাষক শিবানী দাশ, প্রভাষক আফরোজা পারভিন, প্রভাষক শাহীনা বেগম, প্রভাষক সুদিন সরকার, প্রভাষক আফিয়া বেগম, প্রভাষক শাহিনূর আলম, প্রভাষক আমির উদ্দিন, প্রভাষক খাইরুল আলম, প্রভাষক লিংকন দেবনাথ, প্রভাষক সাদ উদ্দিন, প্রভাষক মানিক উল্লাহ, ক্রীড়া শিক্ষক দিলীপ কুমার দাশ।
উল্লেখ্য, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ গত ৪ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অধিভূক্তির কাজে ঢাকায় অবস্থান করা অবস্থায় হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি