বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
নির্বিঘ্নে ও নিশ্চিন্তে আয়কর রিটার্ন দিন কর মেলাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বুধবার থেকে সুনামগঞ্জে শুরু হচ্ছে ৪ দিন ব্যাপী আয়কর মেলা। শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিস্বাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি খায়রুল হুদা এবং সুনামগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সালেহ আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুনামগঞ্জ কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন।
আয়কর মেলায় করদাতাগণ নির্ধারিত ব্যাংক বুথে আয়কর জমা প্রদান, আয়কর পরিগণনা ও রিটার্ন পূরণে হেল্প ডেস্ক এর ব্যবস্থা, আয়কর রিটার্ন জমা প্রদান ও প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ, নতুন করদাতা হিসাবে রেজিস্ট্রেশন অর্থাৎ টি.আই.এন. গ্রহণ, ভ্যাট ও সঞ্চয় অধিদপ্তর এর কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ, অনলাইন এ রিটার্ন দাখিলের জন্য ইউজার আই.ডি ও পাসওয়ার্ড গ্রহণ সেবা প্রদান করা হবে। কর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর শিক্ষণ প্রোগ্রামেও আয়োজন করা হবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে মেলা। ১৭ নভেম্বর শনিবার শেষ হবে আয়কর মেলা।
প্রেস বিজ্ঞপ্তি