মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
কাজী শফিক হজ গ্রুপের ব্যবস্থাপনায় সৌদি আরবে গমনেচ্ছুক ৫ম গ্রুপের উমরাহ্ হজ যাত্রীদের মধ্যে টিকেট ও ভিসা হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে শহরের মুক্তাপাড়াস্থ কাজী শফিক হজ গ্রুপের কার্যালয় থেকে টিকেট ও ভিসা হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহা. সামসুল হক।
কাজী মোহা. শফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাও.মফিজুর রহমান, এসময় উপস্থিত ছিলেন সম্মানিত মুতামির মোহা. আলী আমজাদ, মোহা. সালেহ্ আহমদ,মো.সেলিম হায়দার,ওয়ারিস আলী, কাজী মমিনুল ইসলাম, আব্দুর রহীম, ফারহান, সেলিম আহমদ মুরাদ, মো: আবুল কালাম প্রমুখ।
উল্লেখ্য, কাজী শফিক হজগ্রপের পরিচালক বলেন, প্রতি মাসে ৪টি উমরাহ্ ট্রেনিং প্রোগাম ও সাপ্তাহে ১টি উমরাহ্ প্যাকেজের আয়োজন করেছে।