মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
ইলিয়াস উদ্দিন::
১৯ মার্চ সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারগাঁও আদর্শ মানবিক যুব সংঘের উদ্যোগে ফাইনাল ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এলাকার উন্মুক্ত মাঠে নারায়ণতলা বাজার বনাম কামারগাঁও স্পোটিং ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে নারায়ণতলা বাজার স্পোটিং ক্লাব।
বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনাব মোঃ সুলতান আহমেদ- এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আবু হানিফ, জনাব মোঃ আমজাদ হোসেন এবং জনাব মোঃ রশিদ আহমেদ, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন মোঃ আবু হায়াত ও মোঃ শাহনুর।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব অ্যাড. মোঃ আবুল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৈদার খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, তোফাজ্জল হোসেন, এইচ এম দানিছ, মোঃ আক্তার হোসেন, আলমগীর হোসেন, আশিকুরজ্জামান ফরহাদ প্রমূখ।