মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বিশ্ব নবীর আগমনে, সুরভিত পরিবেশে পুলকিত বিশ্ব আজীবন সম্মাননা পেলেন জনাব ওসমান গণি ও শফিকুর রহমান মধু মিয়া বৃষ্টির ধারায় মুছে যাক “রোজা রাখি, আল্লাহর হুকুম পালন করি, নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ থাকতে উৎসাহিত করি” মঙ্গলকাটা কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘MCTC’র এক যুগ পূর্তিতে আনন্দ ভ্রমণ ফেনিবিল ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের অমর একুশে উদযাপন ‘আব্দুল গণি ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর বৃত্তি প্রাপ্তদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত সুনামগঞ্জের ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

‘জাগো উত্তর সুরমা’র সুরমা সেতু, শুল্ক স্টেশন ও পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

‘জাগো উত্তর সুরমা’র সুরমা সেতু, শুল্ক স্টেশন ও পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে ১৬ সেপ্টেম্বর উত্তর সুরমা এলাকার অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘জাগো উত্তর সুরমা’র উদ্যোগে ধারারগাও-হালুয়ারঘাটে সুরমা সেতু নির্মাণ, মঙ্গলকাটা পুলিশ ফাঁড়ি স্থাপন ও ঢলুরা শুল্কস্টেশন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘জাগো উত্তর সুরমা’র সভাপতি এডভোকেট শামীম আহমেদের পরিচালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক জেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক জননেতা রশিদ আহমদ।
উক্ত মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব আবুল হোসেন, ইউপি মেম্বার আব্দুল মোতালিব, হাওরাঞ্চলের খবর সম্পাদক ও সুরমা সংস্থার সভাপতি মাহতাব উদ্দিন তালুকদার, মাসিক উত্তর সুরমা সম্পাদক শাহ আলম ইলিয়াস, আঙিনা২৪.কম সম্পাদক কাজী মমিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক সুলতান আহমদ, উত্তর সুরমা প্রবাসী কল্যাণ পরিষদের মোহাম্মদ আবু তাহের ও ফারুক আহমেদসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছর পেরিয়ে গেলেও সুরমা নদীর উত্তর-পশ্চিমপাশ্বের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছে। জেগে উঠেছে উত্তরপাড়ের মানুষ। সুরমা নদীতে সেতু, মঙ্গলকাটা বাজারে পুলিশ ফাঁড়ি, ডলুরা শুল্ক ষ্টেশন ও ধোপাজান চলতি নদীতে বিনা বাধায় শ্রমিকদের বালি পাথর উত্তোলনের সুযোগসহ বিভিন্ন দাবী করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে বিভিন্ন দোকানে দোকানে দাবী সম্বলিত লিফলেট বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক হাওরাঞ্চলের কথা’র স্টাফ রিপোর্টার আবু হানিফ, মিজানুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অন্যান্য দাবীগুলোর মধ্যে বালাকান্দা বাজারের সাথে সলুকবাদ সংযোগ সেতু, উত্তর পাড়ের প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষনিক এমবিবিএসধারী চিকিৎসক নিয়োগ, অবৈধভাবে নদীর পাড় কাটা বন্ধ, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর আবুয়া নদীতে নির্মিতব্য সেতুর কাজ দ্রুত সম্পন্ন, বিশুদ্ধ পানির জন্য পর্যাপ্তপরিমাণ নলকুপ স্থাপন,হালুয়াঘাট মঙ্গলকাটা হাসাউরা সড়কের দ্রুত সংস্কারসহ শহীদ বীরমুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন রাস্তার নামকরণের দাবী জানানো হয়।


আপনার এ্যাড দিন

ফটো গ্যালালি

Islamic Vedio

বিজ্ঞাপন ভিডিও এ্যাড




© All rights reserved © 2018 angina24.com
Design & Developed BY ThemesBazar.Com