সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের আলোড়ন সৃষ্টিকারী তরুণ লেখক ও কবি তাওসীফ সারওয়ারের প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার। বেলা ১২ টায় উকিলপাড়াস্থ সুনামগঞ্জ প্রেসক্লাবে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। তিনি তার বক্তব্যে তরুণ কবিদের লেখালেখির জগতে এগিয়ে আসার আহবান জানান। বক্তব্য শেষে ‘এই শহরে আমি নেই’ বইয়ের মোড়ক উন্মুক্ত করেন।
শাহ মুশাহিদ আলমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিগেন্দ্র বর্মন কলেজের ইংরেজি প্রভাষক মশিউর রহমান, প্রাকৃত প্রকাশনীর সত্ত্বাধিকারী কবি মামুন সুলতান, খুরশেদ আলম, মিজানুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ। তিনি তার বক্তব্যে তরুণ কবির ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করেন।
সুনামগঞ্জ কবি ও সাহিত্যিক ফোরাম কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের মাও. আহমদ আলী, আঙিনা২৪.কম সম্পাদক কাজী মমিনুল ইসলাম, শরীফুল ইসলাম, মুনাঈম আহমদ, তালহা প্রমুখ।