বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
: সুনামগঞ্জ-(দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান গতকাল সোমবার বিকালে পূর্ণ মন্ত্রী হিসেবে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন।
ক্লিন ইমেজের সজ্জন রাজনীতিবিদ এমএ মান্নান প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে পূর্ন মন্ত্রী হয়ে পরিকল্পনা মন্ত্রী হয়েছেন।
কাকতালীয়ভাবে হলেও সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের বাসিন্দা এমএ মান্নান যে মন্ত্রণালয়ের মন্ত্রী সেই মন্ত্রণালয়ের সচিব সুনামগঞ্জ শহরে আরপিননগরের বাসিন্দা দিলোয়ার বখত। প্রতিমন্ত্রী এমএ মান্নানের মতই তিনিও
কিছুদিন পূর্বে ভারপ্রাপ্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে পূর্ণ সচিবের দায়িত্বভার গ্রহণ করেন।
জানা যায়, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও সচিব দিলোয়ার বখতের মধ্যে আগে থেকেই যোগাযোগ ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। জেলা প্রশাসনের একাধিক কর্মসূচিতে জেলার এই দুই কৃতী সন্তান একসাথে উপস্থিত থেকেছেন। এখন দুইজনই জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন বলে আশা জেলাবাসীর।