বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
ইয়াছিন সিকদার: সুনামগঞ্জ সদর জাহাঙ্গীরনগর ইউনিয়নের অন্তর্গত ঐতিহাসিক ডলুরা শহীদ মিনারে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের পিকনিক ও বার্ষিক সমাবেশ -২০২০ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারী শুক্রবার দিনব্যাপী পিকনিক ও বার্ষিক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যার পদ প্রার্থী জনাব মোঃ আবু হানিফ, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টা মোঃ জাকির সিকদার, সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য , সাধারণ সদস্য ও এলকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সকালে চলতি নদীর তীরে কাবাডি খেলা, জল খেলি খেলা ও নিজেদের মধ্যে আকর্ষনীয় লটারী আয়োজন করা হয়। মধ্যহ্ন ভোজের পরে আলোচনা পরে আগামী বছরে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ সংগঠনের কর্ম ব্যপ্তি প্রসার, কার্যকরী পরিষদ নবায়ণ, সদস্য হালনাগাদ করার সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় এবং সংগঠনের আগামী এক বছরের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়।
গত এক বছরের বিভিন্ন কর্ম কান্ডে অংশ গ্রহণ ও সংগঠনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য উপস্থিত প্রধান অতিথির হাতে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমেদ মামুন-কে শ্রেষ্ঠ সংগঠক-২০১৯ সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্প্রতি উপ-সহকারী কৃষি কর্মকতা পদে সরকারি চাকুরী লাভের জন্য সদস্য মোঃ আনোয়ার হোসেনকে এবং আগামী দিনে প্রবাসী হিসেবে বিদেশ গমনকারী সদস্য মোঃ শরিফ শিকদারকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।