শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
মঙ্গলবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবং সংসদের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে পাঠানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বিরোধীদলীয় হুইপ নির্বাচিত হওয়ায় তাকে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। অভিনন্দন জানিয়ে বিবৃতিদাতারা হলেন- সংগঠনের সভাপতি অধ্যাপক শুভঙ্কর তালুকদার মান্না, উপদেষ্টা অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সহ-সভাপতি প্রভাষক রামানুজ রায় সাজু, সাধারণ সম্পাদক প্রভাষক মো. জামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক শাহিনা চৌধুরী রুবী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, অর্থ সম্পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক রজত কান্তি রায়, সদস্য প্রভাষক মাহমুদ সুলতান, প্রভাষক মো. জহিরুল ইসলাম, প্রভাষক নূর হোসেন, প্রভাষক হিমাদ্রী শেখর তালুকদার, মো. লুৎফুর রহমান ও স্বপন রায়।