শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
শরীফ মুস্তাকিম বিল্লাহ ::
সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুনামগঞ্জ শাখার অধীনে এজেন্ট আউটলেট এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ।
খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রবিউল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুনামগঞ্জ শাখার সিনিয়র অফিসার ইনভেস্টমেন্ট ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদউদ্দিন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির, অবসরপ্রাপ্ত শিক্ষক কাজে হাসান আলী ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শাহানুর।
এসময় বক্তারা তাদের বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের প্রশংসা করেন। প্রত্যন্ত অঞ্চলের সকল শ্রেণীর পেশাজীবী মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার এই মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং এই সেবার মাধ্যমে ব্যাংকিং ক্ষেত্রে এলাকার মানুষের বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে উল্লেখ করেন।
উদ্বোধক ফলক উন্মোচন শেষে দোয়া পরিচালনা করেন ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা মিরেরচর এর সাবেক সুপার আলহাজ্ব মাওলানা কাজী শাহেদ আলী।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নূরে আলম সিদ্দিকী, তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী মোরশেদ আলম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সুনামগঞ্জ শাখার অফিসার (এজেন্ট) আবুল কালাম আজাদ, অফিসার (রেমিটেন্স) রিয়াজ মোরশেদ, আউটলেট নবনিযুক্ত ইনচার্জ রেজাউল করিম রিপন প্রমুখ।