শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সুনামগঞ্জ-৪ (সদর উত্তর- বিশ্বম্ভরপুর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে প্রার্থী করার দাবি জানানো হয়েছে। সর্বসম্মত এই সিদ্ধান্ত দলীয় সভানেত্রী’র কাছে পাঠানোরও সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
মঙ্গলবার বিকালে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণের সঞ্চালনায় সভায় উপজেলার ৫ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।
এর আগে গত রোববার বিকালে মতিউর রহমানের সুনামগঞ্জ শহরের হাজীপাড়ার বাসভবনে সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৯ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ বক্তব্য দেন।
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মণ বলেন, ‘মঙ্গলবারের বর্ধিত সভায় উপজেলার ৫ ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে ৪৩ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে এই আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী দেবার জন্য দলীয় সভানেত্রীকে অনুরোধ জানাতে।’
সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বলেন, ‘রোববারের বর্ধিত সভায় ৯টি ইউনিয়ন এবং প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন এই আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমানকে প্রার্থী করতে দলীয় সভানেত্রীকে অনুরোধ জানাতে। সভায় এই সিদ্ধান্তও হয়েছে মতিউর রহমান স্বতন্ত্র নির্বাচন করলেও তাকে সহযোগিতা করবেন নেতা-কর্মীরা।’
প্রসঙ্গত. এই আসনের বর্তমান সংসদ সদস্য মহাজোটের শরিক জেলা জাপা’র আহ্বায়ক পীর ফজলুর রহমান মিসবাহ। এবারও মহাজোটের প্রার্থী হিসাবে এখানে মনোনয়ন জমা দিয়েছেন পীর মিসবাহ। জেলা আওয়ামী লীগের সভাপতি এই আসনের সাবেক সংসদ সদস্য মতিউর রহমানও মনোনয়ন জমা দিয়েছেন।