মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
ডেক্স রিপোর্ট::
সুনামগঞ্জের সীমান্তে ডলুরা বর্ডারহাটে অনিয়ম-দুর্নীতি ও মাদক বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ও সচেতন এলাকাবাসী।
বুধবার বিকালে নারায়ণতলা বাজারে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ ও কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ নাজমুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ শাহ আলম, কোনাপাড়া সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, জাহাঙ্গীরনগর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাজী মোঃ মমিনুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়নের আওয়ামীলগের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, এলাকার সচেতন নাগরিক এম এ হান্নান, জাহাঙ্গীরনগর ইউপির ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ বাচ্চু শিকদার, মোঃ দেলোয়ার হোসেন, এলাকার বিশিষ্ট্য ব্যক্তিত্ব ও মুরুব্বী সাবেক মেম্বার মোঃ শফিকুর রহমান মধু মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার সীমান্ত এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে বর্ডারহাট। ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের বৈধভাবে বেঁচে থাকার জন্য এবং চোরাচালান বন্ধের লক্ষ্যে ডলুরা বর্ডার হাটে প্রায় ৬শতাধিক পরিবারের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে সরকার। সম্প্রতি বর্ডারহাটে অনিয়মের কারণে স্থানীয় লোকজন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ডলুরা বর্ডারহাটে অনিয়ম ও মাদক প্রতিরোধে স্থানীয় জন প্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়।