রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
সোহেল রানা::
এনটিভিতে বহুল প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘পিএইচপি (PHP) কুরআনের আলো’ প্রতিযোগিতায় ফাইনালে ৪র্থ স্থান অধিকারী সুনামগঞ্জের গর্বিত সন্তান হাফেজ সালমান আল মাহমুদ-কে ‘উলামায়ে আহলুস সুন্নাহ ঐক্য পরিষদ’ সুনামগঞ্জ কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে ‘সম্মাননা স্মারক’ তুলে দেওয়া হয়।
১৫মে শানিবার সুনামগঞ্জ সদর উপজেলার ইয়াকুবিয়া দাখিল মাদরাসা মীরেরচর মিলনায়তনে ‘উলামা আহলুস সুন্নাহ ঐক্য পরিষদ’র নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে হাফিজ সালমান আল মাহমুদ এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সভাপতি ও এইচএমপি হাইস্কুলের ধর্মীয় শিক্ষক আলহাজ মাওলানা শামছুল হুদা, পরিষদের সভাপতি মেরুয়াখলা মমিনিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ কাজী মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি জামেয়া হাফিজিয়া খলিলিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানা বেলাবরহাটির সুপার মুফতি শাহ মোস্তাক আহমেদ, ঝরঝরিয়া মালেকিয়া সুন্নিয়া মাদরাসার পরিচালক মাওলানা মতিউর রহমান আলকাদেরী, হাফিজ সালমান আল মাহমুদ এর গর্বিত পিতা বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সাব্বির আহমেদ উসমানী, আঙিনা২৪.কম এর সম্পাদক কাজী মো. মমিনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সহ সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওঃ শাহ মোস্তাক আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হুদা, অর্থ সম্পাদক মোঃ গুলজার আহমেদ, তথ্য ও সাইবার বিষয়ক সম্পাদক, মাওলানা নাজমুল হুদা মিসবাহ, মাওলানা সোহেল রানা,আঃ জলিল, প্রচার সম্পাদক মাওলানা রমজান আল হুসাইন, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ, মাহফিল বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী আল হানাফি, হাঃ ইসমাইল, কুরবান আলী, প্রশিক্ষণ সম্পাদক শাহিনুর আলম মুক্তার,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসাইন মোঃ কবির , আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শামীম আহমেদ, করম আলী, হেলাল আহমদ।