বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ১০:০৩ অপরাহ্ন
আঙিনা২৪ ::
আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। আজ এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি। অন্য যেকোনো দিবসের চেয়ে আজকের দিনটি সম্পূর্ণ ভিন্ন। সুবর্ণজয়ন্তীতে বুকভরা ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থেকে পুষ্পস্তবক নিয়ে দলে দলে মানুষের ঢ্ল নেমেছে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে।
দেশব্যাপী চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আনন্দ উৎসব এর সাথে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই মাহেন্দ্রক্ষণ ইতিহাসের এক বিরল ঘটনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও ব্যক্তি আজ সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি” সিলেট জেলা ও মহানগর কমিটি সংগঠনের মহানগর সভাপতি অধ্যাপক মো আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাসের নেতৃত্বে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এতে আরও উপস্থিত ছিলেন বাকশিস সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক সালা উদ্দিন বেলাল, অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) এনামুল হক চৌধুরী, অধ্যাপক মিঠু পাল, অধ্যাপক মাহমুদউল্লাহ, অধ্যাপক আলমগীর, অধ্যাপক কামরুল আনাম চৌধুরী এবং অধ্যাপক ও জালালাবাদ ২৪. কম এর সাহিত্য ও আইসিটি বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।