রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
আল আমীন ::
জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘের স্থায়ী কার্যালয় উদ্ভোধন করেছেন মাননীয় এমপি, সুনামগঞ্জ-৪ ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ।
৪ মার্চ বৃহস্পতিবার সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী যুব সংগঠন ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ‘জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘ’র কার্যালয় উদ্বোধন আড়ম্বরপূর্ণভাবে সদস্যদের ব্যপক উতসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহসভাপতি ফারুক আহমেদ এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ কাজী মাও. শাহেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সিরাজ মিয়া, ইউপি সদস্য আজিজ আহমেদ, ইয়াকুবিয়া দাখিল মাদরাসার সভাপতি এডভোকেট শাহ আলম, সুপার মাও. জমির উদ্দিন মাসুক, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য বিল্লাল হোসেন, আব্দুর রহিম মাস্টার, মাও. হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, আয়ুবুর রহমান, মো. রহিছ মিয়া, বীরমুক্তিযোদ্ধা হাসেন আলী, আব্দুল কাদির, আব্দুল জব্বারসহ এলাকার মুরব্বি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর সমাজ কল্যাণ যুব সংঘের সিনিয়র সদস্য সদস্য হাফেজ মোস্তফা, আ: আউয়াল, হাবিবুর রহমান, সেক্রেটারি শাহ জালাল, আল আমীন প্রমুখ।
পুরো অনুষ্ঠান জুড়ে সংগঠনের সদস্যদের মাঝে স্বতঃস্ফূর্ত ব্যপক উতসাহ উদ্দীপনা দেখা যায়। পুরো অনুষ্ঠান সদস্যরা করতালি স্লোগানে মুখরিত রাখেন। প্রধান অতিথি সবাইকে ধন্যবাদ জানান, সদস্যদের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।