শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
আঙিনা২৪::
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা এলাকায় ইয়াকুবিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার, হাজারো আলেমের উস্তাদ, প্রবীণ মুরব্বি মাওলানা আব্দুল মান্নান (৯৫) ইন্তেকাল করেছেন। সোমবার রাত সাড়ে ৮টায় বার্ধক্যজনিত কারণে তিনি উসমানী মেডিকেলে ইন্তেকাল করেন।
পরদিন মঙ্গলবার সকাল ১০টায় মীরেরচর শাহী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পড়ান মরহুমের ছেলে মাও. মুফতি মনিরুল হক। পরে জামেয়া ইমাম বুখারী র. আল ইসলামিয়া জাহাঙ্গীরনগর মাদরাসার পাশে কবরস্থান সংলগ্ন সীমানায় দাফন সম্পন্ন করা হয়।
ওইদিন শাহী ঈদগাহ ময়দানে মাও. আব্দুল মান্নানের মৃত্যুতে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন, ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার কাজী মাও. শাহেদ আলী, বর্তমান সুপার জমির উদ্দিন মাসুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি শাহ নুর, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদ, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. তোফায়েল আহমদ খান, মাও. সাব্বির আহমদ উসমানী, মাও.মহিউদ্দিন, মাও. ছালামতুল্লাহ, মুফতি আলীম উদ্দিন, কাজী মমিনুল ইসলাম, নাজমুল হুদা, মরহুমের ছেলে মাও. সামছুল হক ও মাও. আব্দুল হক। পরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশনেন সুরমা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোকশেদ আলী, সাবেক চেয়ারম্যান মো. ওসমানগণী, মাওলানা শামছুল হুদা, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহিনুরসহ বিভিন্ন স্থানের হাজারো ধর্মপ্রাণ মানুষ।
মাও. আব্দুল মান্নান জীবদ্দশায় মীরেরচর শাহী ঈদগাহ’র খতিব, জাহাঙ্গীরনগর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম, মঙ্গলকাটা দ. জামে মসজিদের খতিব ছিলেন। তিনি হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ এর আমীর প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আব্দুল আউয়ালের ভাই।
তাঁর সকল ছেলে ও মেয়ের জামাই টাইটেল পাশ মাওলানা হাফিজ হিসাবে প্রতিষ্ঠিত। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৮ ছেলে, ১ মেয়ে এবং নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের রূহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।