সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দুই বারের নির্বাচিত ইউপি সদস্য, ইউনিয়ন ভিত্তিক শিক্ষা স্বাস্থ্য পরিবার কল্যাণ স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম জেলা শাখার সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো: সৈয়দ আলীর সন্তান নজরুল ইসলাম (মানিক) এর বিরুদ্ধে একই এলাকার প্রতিপক্ষ কাইয়ার গাঁয়ের হুড়া কাজীর পুত্র ফরিদ মিয়া কর্তৃক আমল গ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর জোন-এর দায়েরকৃত বিবিধ ১০/১৮ ও সিআর ৫৪৯/১৮ মামলা দায়ের হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার বিকেলে স্থানীয় কাইয়ারগাঁও বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাজী মুজিবুর রহমান। বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন ভূইয়া।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, মো.জবেদ আলী, মুক্তিযোদ্ধা ফজলু মিয়া, মো.বিরাজ মিয়া, কবীর হোসেন, মো.আব্দুল বারীক, মো. হক মিয়া, আজগর আলী, হাছন আলী প্রমুখ।
বক্তারা বলেন, দুইবারের নির্বাচিত ইউপি সদস্য নজরুল ইসলাম (মানিক) একজন সৎ লোক। তার বিরুদ্ধে আনিত বিবিধ মামলা ১০/১৮ খারিজ হয়েছে। অপর মামলাটি বিচারাধীন রয়েছে। আমরা এলাকার শতাধিক লোক সদর মডেল থানায় গিয়ে হয়রানি মামলার প্রতিবাদ করে এসেছি। আজকের প্রতিবাদ সভায় এ হয়রানি মামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।