রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ অপরাহ্ন
আঙিনা২৪
৩১ ডিসেম্বর বৃহ:বার সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট অফিসে সুনামগঞ্জ জেলার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিটের যুব প্রধান জনাব মাছুম-কে সংবর্ধনা প্রদান করে সদর উপজেলার রেড ক্রিসেন্ট যুব ইউনিটের সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদার, সাবেক যুব প্রদান মোঃ ফারুক মিয়া, মোঃ জুনায়েদ আহমেদ ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন, বহুমূখী সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান প্রমূখ। তিনি গত ২০১৮ খ্রিঃ হতে বর্তমান পর্যন্ত সুনামগঞ্জ জেলার বাংলাদেশ রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অতিবৃষ্টি,বন্যা, ঝড় ও বর্তমান বৈশিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতে তার স্বেচ্ছাসেবা দৃষ্টান্ত অতুলনীয়। তার বিভিন্ন মানবিক সেবা ও দেশপ্রেমের কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ঢাকা জনাব মাছুম কে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী হিসেবে মনোনিত করেছে। নিঃসন্দেহে এটি সুনামগঞ্জ জেলার একটি গৌরবের অংশ।
সুনামগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ রেড ক্রিসেন্ট যুব প্রধান মোঃ শাহ আলম উল্লেখ করে বলেন যে, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমান সুনামগঞ্জ জেলা ইউনিট খুব শক্তিশালী ও মানবতার সেবার জন্য সর্বোচ্চ ত্যাগী। তার এই অর্জন সুনামগঞ্জ জেলা সকল স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।