শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
এস এ ইলিয়াস ::
সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমায় কেজিকে সমাজকল্যাণ যুব সংঘের আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্ট-২০২১ গুদিগাঁও সরকারি মাঠে ৯ম ম্যাচে এক গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত এই স্মরণীয় ম্যাচে ধারারগাঁও (সুনামগঞ্জ) বনাম ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের মধ্যে দুর্দান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। কেজিকে সমাজকল্যাণ যুব সংঘের উপদেষ্টার সদস্য জনাব মোঃ আব্দুস ছাত্তার জানান যে, ২০১৯ খ্রিঃ থেকে আমাদের আয়োজনে এই মাঠে বিনোদনের লক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য ২০১৯ খ্রিঃ ফুটবল টুর্নামেন্টে রানার্স আপ গৌরব অর্জন করেছিল ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘ।
আজকের ম্যাচ সুন্দর ও দক্ষতার সহিত পরিচালনা করার জন্য মোঃ হাবিবুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো: শাহ আলম। আকর্ষণীয় খেলা উপভোগ করার জন্য মাঠে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল মালেক, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল হায়াত ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আতিকুর রহমান জানান যে, হাজার হাজার দর্শকের বিনোদনের ব্যবস্থা করার জন্য কেজিকে সমাজকল্যাণ যুব সংঘর এ আয়োজন প্রশংনীয়। জয়ের সংবাদ শুনে বিজয়ী ফুটবল টীমকে অভিনন্দন জানান ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সহ সভাপতি সৈয়দ আব্দুল মতিন, মোঃ নোমান আহমেদ মামুন ও কুতুবউদ্দিন।